আমি চেয়েছি তোমার ঠোঁটে মুখে চোখে
একটু বুকে
ছিঁড়েছি ডায়েরির পাতা খুঁটেছি নখ
আইনার সামনে সার্ট এর কলার আর ইন টা
এঁটেছি সতর্কে
দোটানায় রেজারটা ধরেছি গোঁফে
বডি স্প্রে আর ফেস-ওয়াস গুলোও ভুলিনি
জুতোটাই সান দিয়ে বেল্ট টাইট করে
কতদিন রাস্তায় অজথা
অকর্মন্ন হয়ে ফিরেছি,
আধ খাওয়া থালাটা ঢাকতে ঢাকতে
মা কত চেঁচিয়েছেন,
গোলাপের কাঁটা গুলো মাঝে মাঝে
খোঁচা মেরে সতর্ক করেছে,
শধু তোমার মুখে '
না' শুনব না বলে ।