কি দেখছিস দাঁড়িয়ে
আয়নায় চেয়ে?
ঠোঁটের ফাটল, গালের দাগ
ব্রণের, নাকি নিকোটিন
দাঁতের ফাঁকে?
দেখ, আরও পাবি দেখতে
চোখ, হাত, পা, নাখ ।
এবার দাঁড়া  সামনে
এক জোড়া কাজল চোখের  
চেয়ে দেখ অতল গভীরে...
পাহাড়ের চূড়া বেয়ে
বেয়ে আসছে স্রোত
চূর্ণ বিচূর্ণ করে পাথর বাধা,
আঁকা বাঁকা ঝর্ণা ধারায়
তুই ভাসছিস জলের তোরে,
নৌকায় টলছিস টালমাটাল, দিকশূণ্য হয়ে
গড়িয়ে পড়ছিস অজানা স্বপ্নে,
পাড় ভাঙার শব্দ শুনতে শুনতে
শ্যাওলার পথ ধরে
গ্রাম পথ নগরের কোলাহল
গিলতে গিলতে ছুটছিস তুই
তোর অজান্তেই
জটিল রহস্য জানার আগেই
দেখবি তুই মিলিয়ে গেছিস
মোহনায় স্রোতের আবেগে ভেসে।