কত উচ্ছ্বাস ! ছড়িয়ে পরার
গড়িয়ে পরার, আবেগে
পাথুরে পথে ঢাল বেয়ে
চূর্ণ করে, ছিন্ন করে বাধা
উদ্দাম স্রোতে যৌবন
উথলে ওঠে পাড় ভেঙে,
মাছেরা যেমন ছোটে
মুক্ত ধারায়, বন্যার
স্বাদ পেতে অনাস্বাদের।
প্রথম ডানা মেলার উৎসুক্যে
ছোট্ট টুনটুনির চক্ষু মেলা
এক ডাল থেকে আর এক ডালে
ভেসে যেতে নীল স্বপনে
মেঘের পালে গা এলিয়ে,
বোঝার আগেই দিক বিদিক
ভাল মন্দ আবেগ উচ্ছ্বাস
সুযোগ অনেক আঁকড়ে ধরার
কল্কে, আফিম, চোরাই বুলেট
কিংবা ভোমরার প্রেম, মধু লোভী
সুখ উল্লাসে মেতে ওঠার।
অন্ধ কীটের ঝাঁপিয়ে পরা, আগুনে
জীবনটা জানার আগে পৃথিবী ছাড়ার।