একশত পাঁপড়ি প্রেমের
সংগ্রহ করেছি একটা একটা করে
রাত জেগে , শিশিরের স্পর্শ মেখে
কুয়াশার রহস্যে আচ্ছন্ন হয়েছি,
রূপোলি আভায় গা ডুবিয়েছি,
কোনদিন কোকিলের কণ্ঠে আবিষ্ট হয়ে
বালক রবির হাসিতে
পলাশ শিমুলের রং গায়ে মেখেছি,
আবার খোলা ছাদে নগ্ন মাঠে
মুসল ধারায় ঠোঁট ভিজিয়ে
কিংবা ঝাঁঝালো শ্বাস নিতে নিতে
বৈশাখের ঝঞ্ঝা মাথায় নিয়ে
একটা একটা করে সংগ্রহ করেছি
তোমায় দেব বলে
মালা গেঁথে প্রচ্ছদে পুরে
'শতরূপে ভালবাসা'র।