পাখি ডাকার আগে
বুনতে হবে চাদর,
বেড়ার ফোঁকর বেয়ে
হিমেল স্নেহের আদর।

রক্ত জমাট ঠাণ্ডায়
হাত আগুনে নেড়ে,
উলি কাঠির ডগায়
আসে গতি জোরে।

ঘুম হীন ঘুম হীন চোখে
বোঝা নিয়ে দুঃখের,
যদি ক্লান্তি মেখে
হাসি ফোঁটে সুখের।

রাত্রি জেগে জেগে
নহে কাজ এ সখের,
ছেড়ে সুযোগ আগে
শেষে পথ এ আয়ের।

বুনতে হবে দ্রুত
আগেই সূর্য ওঠার,
সম্ভব শিঘ্র যত
নিয়ে যাব বাজার।

কেহ নিবে কিনে
শীতের আরাম চাদর,
কিংবা কিনে এনে
দেবে কেহ উপহার।

চুমুক দিয়ে ধীরে
গরম কাপে চায়ের,
শীতের পরশ ছেড়ে
উষ্ণ আমেজ উলের।

রং বেরঙের উলে
শীত পোষাকী বাহার,
এত শ্রমের মূলে
আগামীর সুখ সংসার।

@ উৎস্বর্গ: পাঞ্চালি দি কে