০১
ফঁড়িং তুমি বস দূরে বুদ্ধি করে
ধরতে গেলে পালাও উড়ে সুরুৎ জোরে ,
ধরতে বুঝি পারব না!
তোমায় আমি ছাড়ব না
ধরব তোমায় লাঠির ডগায় আঁঠা মেরে!


০২
বাংলা ভাষা মাতৃ ভাষা তুমি আমার প্রাণ
সকল ভাষা আঁকর মেশা তোমার কাছে ম্লান ,
অশ্লীল বিদ্রুপ করছে যারা
মাতৃ ভূমির কলঙ্ক তারা
বিশ্ব ভূবন হাতের মুঠোয় তোমার অবদান।