আর কত পাগলামি করবি তুই
সীমা আছে সবকিছুর-
ঢিল মারতি কুল গাছে
দেখতি অবাক চেয়ে,
কিভাবে মাছ ভেসে উঠত জলে
একটা কাঁচা আমের লোভে,
উঠতি মগ ডালে,
ঘণ্টার পর ঘন্টা কাটাতি
গ্রীষ্মের  পুকুরে,
অসংখ্য তারার আকাশে
খুঁজতি সবচেয়ে বড়টা,
ফাঁদ পাততি ফঁড়িং ধরার,
হাতে ধরতে গিয়ে ভেঙে দিতি
পাখির ডিম,
আরও কত পাগলামি ছিল তোর,
সবাই পাগল বলত তোকে
ঠোঁটে হাসি নিয়ে;
কিন্তু আজ, ঠোঁটের হাসি ম্লান
সবার;
কেউই বলে না পাগল তোকে
শুধু পাগল দেখার উৎসাহিত চোখ, ওদের
বুলিয়ে যায় তোর চোখে!