জেলে মাঝি জালে ধরেছিল সেদিন একটা
রূপোলি ইলিশ, খুব ছোট;
ভাবল জেলে আয়েশ করে খাবে,
কিন্তু বলা আছে নোটিশে নির্দেশ-
'রক্ষা করুন ছোট ইলিশ,
তবেই পাবেন বড় ইলিশ ।'
একবার ভেবে নিয়ে হাত বাড়াল ইলিশে,
নখাল হলদে হাত চেপে ধরে
ইলিশের গলা নিষ্ঠুরতায়,
ঝিলিক দিয়ে উঠল চোখ দুটো!
ঠোঁট ছুয়ে গেল বাঁকা হাসি;
সদ্য পাখনা হেলিয়ে গা ভাসিয়ে ছিল স্রোতে,
কি করে বুঝবে ফাঁদ পাতা কোথায় কোথায়?
দেখিয়ে বুঝিয়ে না দিলে!
আমরা শুধু দেখি চুপ করে,
নিষ্পেষিত ইলিশের বাঁচার তাড়না।