ঘুমোচ্ছি আমি স্বপ্নের ঘোরে,
উড়ছি ফঁড়িং হয়ে কঁচি ডগা থেকে ঘাসে ঘাসে
নীলের ছায়ায় । ঢেউ এর উচ্ছ্বাস মাখতে মাখতে
ছুঁটছি তিমি হয়ে নীলে নীলে।
লাল দেহ খানি ছুঁড়ে দিয়েছি বালুচরে
বিকেলের ঝুরো রোদে।নরম ডানা মেলেছি
গোধূলির রাঙা আলোয়। কুয়াশার রেনু মাখতে মাখতে
খুজে নিচ্ছি কঁচি ঘাস। আরও কত কত স্বপ্ন দেখতে  দেখতে
ঘুম ভেঙে গেল। জেগে দেখি নেই আমার
পাখনা, লেজ, দাঁড়া দুটো আর
ডানা কিংবা সরু পা।
কোথায় রাখলাম? পকেটে তো নেই!
দেখি তো বুকে হাত দিয়ে! ধুক্ ধুক্ করছে বুক!