মিস্ত্রী ভায়া তৈরী হয়ে খুব সকালে,
কূর্ণি কড়াই ছেঁনি হাঁতুর শ্রমিক এলে,
ছক কাটা ঐ বাস্তুকারের ম্যাপটা ধরে,
মাপটা ভিতের সমান কোনে নিলে সেরে।
শক্ত করে মাটির ওপর ভিতটি গড়ে,
ভিতের পরে পাথর বলির ডালাই সেরে,
সঠিক হারে সিমেন্ট বালি নরম রেখে,
ইটের উপর ইট সাজায় মশলা মেখে।
ভারার ভারে সমান মাপে ওয়াল মেপে,
সাজায় যেন স্কেলে এঁকে সমান সেপে।
ধীরে ধীরে সময় ধরে দেয়াল তুলে,
সানসেট আর লিনটনের পর ছাদটি হলে,
প্লাস্টার সেরে সিমেন্ট রঙের প্রলেপ মেরে,
ঝাঁ চক্ চক্ কেমন রকম জৌলুস ঝরে।
শিল্পী যদি তুলির রঙে আঁকেন ছবি,
মিস্ত্রী তবে সরল মনের নীরব কবি।