একটা আকাশ চেয়েছিলাম, নীল
কাশফুলের মেঘ,
গাঙচিল আর বকের দল
পারিজাত ফুল হয়ে
বুক চিতিয়ে দেবে,
রাঙা মালা পরাবে বিকেল।
কিন্তু তাকাতে পারলাম না,
কোথা থেকে একটা সূর্য এসে
চোখ ঝলসে দিল;
চোখকে আরাম দিতে
একটু দিঘিতে তাকালাম
দেখলাম কতগুলো বুনো হাঁস চরছে
আর সূর্যটা
একটু একটু করে ভাঙছে জলে।