আঁধারের দেয়াল
কাঁকড়ার লেজ ধরে ঝুলছে,
দাঁতে দাঁত কষে বাঁধা,
দূষিত বাতাস চেখে যেন
দখিনার অনুভব!
স্যাতসেতে পিঠ আঁধারে ঠেলে
দেখছে আলোটা কত দূর !
আর ভাবছে কতটুকু ঝুললে
ঝুলতে ঝুলতে দুলতে দুলতে
আলোটাকে পকেটে পুরে নেবে!