ঘুম ঘোরে মুখ ডাকা চাঁদ
তারারা সময়ের হিসেবে মসগুল
উন্মুক্ত মাঠের পিঠে-
নেশার ঘোরে আচ্ছন্ন একটা ভাবনা
স্নায়ু চেপে ধরে
নড়িয়ে দেয় চেতন অচেতন
হারিয়ে দেয় দৈনন্দিন গল্প কথা,
অনেক ঝাঁকালাম তবুও একটা মুখ
চোখ, ঠোঁটের কেঁপে ওঠা যেন  
এক করুণ আর্তি হয়ে ভেসে ওঠে,
আবেগের জঞ্জাল ঝেড়ে ফিরতে চায়
সেই মুখ নীল নীলিমায়,
এসো তবে নীল আকাশে পাখা মেলে
সাঁঝের বক হয়ে
এসো বসন্তের কোকিল বেশে
অথবা হেমন্তের শিশির মেখে
এসো শীত চাদরের উত্তাপ হয়ে
কিংবা শরতের কাশ ফুল ছুঁয়ে
এসো কাব্যের সুর লহরি নিয়ে,
তবে খাঁচার আঁধার আর
ঐ বিষণ্ন আকাশটাকে
সিন্ধুকে পুরে সমুদ্রে ভাসিয়ে দিও।