একটা শিশু
কাগজের নৌকো জলে ভাসিয়ে
চেয়ে চেয়ে ভাবল, ডুবছে কিনা
কিন্তু না ডুবল না
পুকুরের স্থির জলে
মাথা উঁচু করেই ভাসল।
একদিন নদীর স্রোতে
ভাসিয়ে দেখল
মৃদু স্রোত কেবল কাগুজে নৌকা
অন্যত্র সরিয়ে দিতে পারে
ডোবাতে পারে না।
এরপর ভাবল
একবার সমুদ্রে ভাসিয়ে দেখা যাক
সমুদ্রে ভাসাল
কিন্তু সমুদ্রের উত্তাল ঢেউ
এক আছাড়েই ডুবিয়ে দিল!