তুই কি জানতি
তোর স্বপ্নে এসে
সুদূর গ্রীক থেকে পিথাগোরাস
গাল ছুঁয়ে আশির্বাদ করেছিল
অঙ্কে একশোয় একশো পাওয়ার?
তুই কি জানতি
তোর রক্তে মিশে থাকা
পদার্থ ও রসায়ণের অনু পরমাণুর দিকে
চেয়ে দেখেছিল আলবার্ট?
তুই কি জানতি
গভীর ঘন রাতে সেকসপীয়র
নরম স্নেহের হাতে
তোর কলম ছুঁয়ে যাবে বলেছিল?
তুই কি জানতি
কৃষক পিতার জীর্ণ নাঙল
মাটি কর্ষণ করতে করতে
কি কি স্বপ্নের ফুল ফোঁটাত চোখে?
তুই কি জানতি
তোর গোধূলিরাঙা সামুদ্রিক স্বপ্নগুলো
বজ্রের তীব্র আগুনে পুড়ে
অনন্ত স্রোতে ভেসে যাবে মোহনায়
আর্তনাদ করবে
লক্ষ লক্ষ স্বপ্নের বন্দীশালায়?
তুই কি জানতি?
তুই কি জানতি সুমন?


@ বজ্রাঘাতে মৃত পাড়ার কৃতি ছাত্র সুমন মণ্ডল স্মরণে।