(ও ময়না)
ঐ যে দূরের হরিৎ ক্ষেত্র
মন কেড়েছে তোর,
মনে প্রাণে আবেশ লাগে
ভাবিস দুপুর ভোর।
একলা মনে সুদূর পানে
চেয়ে থাকিস রোজ,
বুকের মাঝে বৃক্ষ ছায়ার
করলি না তো খোঁজ।
ভাবিস নাকি এবার বুঝি
যাবিই চলে উড়ে,
আর কিছুদিন বৃক্ষ ছায়ায়
বসলি না প্রাণ ভরে।
যাবি যখন যা চলে যা
বৃক্ষ স্মৃতি নিয়ে,
বুকটাকে তুই ভরেই নিস
হরিৎ মায়া দিয়ে।
হয়তো কদিন বৃক্ষটি তোর
ভাববে চেয়ে চেয়ে,
কেমন করে চলে গেলি
দুঃখ ব্যথা দিয়ে।
জীর্ণ পাতা ঝড়ে গেলেই
নতুন পাতা ফুটবে,
আরও কত রং বেরঙের
পাখপাখালি জুটবে।
ভুলটা যেদিন ভাঙবে রে তোর
মিথ্যা মোহ ছুঁয়ে,
চাইবি কি আর ফিরে ফিরে
বৃক্ষ স্মৃতি নিয়ে?
থাকবে কি তোর ফেলে যাওয়া
নরম শীতল পাটি?
পারবি কি আর আসতে ফিরে
কোমল বুকে খাটি!