কবি, আপনারা শুনুন-
হ্যাঁ আমি কবিদেরকেই বলছি
এবার বিজ্ঞান চর্চা করুন
আপনাদের প্রতিষেধক উচ্চারণ  
এখন সহনশীল,
আপনাদের লেখনী নিসৃত গরল
আকণ্ঠ পাণ করেও সতেজ
স্নায়ুর পোকা,
অভেদ্য আবরণ জড়িয়ে নিয়েছে
দেহে দেহে,
নির্ভয়ে প্রসব করে চলেছে
লক্ষ লক্ষ ডিম্বানু
হাওয়ায় হাওয়ায় ছড়িয়ে পড়ছে
জল আকাশ মাটিতে
কিলবিলিয়ে উঠছে মাথা তুলে,
হ্যাঁ কবি আপনাদেরকেই বলছি
এবার বিজ্ঞান চর্চা করুন
খুব প্রয়োজন আবিষ্কারের
তীব্র মারণ বিষ!