তোমার দেওয়া
গোলাপের শুকনো পাঁপড়ি
গ্রিটিংস কার্ড, চাবি রিং আর
পেনদানির পেন গুলো
জেগে উঠেছে
মাথা তুলে দাড়িয়েছে সব
দাঁত বের করে যেন হাসছে
ভুতুড়ে সত্তা পেয়ে বসেছে ওদের
তাকাচ্ছে যেন লাল চোখ,
নখ দন্ত বের করে
ঐ তো আসছে আমার দিকেই
চেপে ধরবে স্নায়ু
আমার বোধ, বিবেক, চেতন
আমি ছুটছি, আমি ছুটছি!