ঝলসানো রোদে দ্বগ্ধ
ডাল পাতা ফুল,
ক্ষীণ থেকে ক্ষীণতর উজ্জীবন,
হাড় কঙ্কালের জীর্ণতা
মেখে নেয় গাছ,
অসহায় অপাঙতেও জীবন;
তবুও শুষ্ক ডালে ডালে
সঞ্চিত হয়-
জ্বলে ওঠার রসদ;
অবশেষে-
গুমরে মরা উজ্জীবনী শক্তি
জেগে ওঠে একদিন
ভয়ংকর দাবানলে।