একটা লক্ষ্মণ রেখা টানা আছে
পা দেবে না কেউ
পা বাড়াবে না রেখার ওপারে,
চোখ মেলবে না কেউ
চেয়ে দেখবে না -
নীল আকাশ খোলা মাঠ প্রান্তর
দেখবে না সবুজ গাছ নদী সারস বক বা
আগ্নেয় লাভা বজ্রের আগুন,
কান পাতবে না কেউ
শুনবে না পাখির কাকলি নদীর কলকল
বাঘ সিংহ হরিণের ডাক বা
ঝড় ঝঞ্ঝা মেঘের গর্জন,
তোমাদের-
মাথা তোলার অধিকার ওখানেই
দুপায়ে দাড়ানোর অধিকার ওখানেই
এক মুঠো ভাতের অধিকার ওখানেই
স্বাধীনতার অধিকার ওখানেই
বাঁচার অধিকার ওখানেই,
কারন
রামের গাণ্ডীব আজ আর নেই!