অভিকর্ষজ প্রেমের টানে
অনবরত ঘুরপাক খেতে খেতে
পৃথিবীর বায়ু-স্তর বরাবর
যে ক্ষত বেড়ে চলেছে
তা আর কমার নয়,
পৃথিবী, তুমি পারবে নিজের বুকের
অক্সাইড ও কার্বন শুষে নিয়ে
অনুভূতির ক্লোরোফিল থেকে
অক্সিজেন ছড়িয়ে দিতে?
সূর্য কখনো চায়নি
অতিবেগুণী রশ্মি ছড়িয়ে দিয়ে
তোমার বুকে আগুন জ্বালাতে,
সূর্য চেয়েছিল
সকাল বিকেলের মিঠে রোদে
তোমার শস্য শ্যামল রূপ মেখে নিতে,
আলো-আঁধারী মায়া ছড়িয়ে দিতে,
মোহময় প্রেমের টানে জড়িয়ে রাখতে;
অথচ তুমি বুকের তপ্ত ম্যাগমা ছড়িয়ে দিয়ে
শ্যামলতাকে ভ্রূকুটি করেছ,
সুনামী আর ভূ-কম্পের তাণ্ডবে
বিধ্বস্ত করেছ নিজেকে,
এখন আবার সাম্প্রদায়িক লড়াইকে
প্রশয় দিয়ে বিচলিত হয়েছ,
কিন্তু সূর্য নিজের বুকের
অবিরাম বিস্ফোরণ উপেক্ষা করে
তোমায় আগলে রাখতেই চেয়েছে;
আসলে আগুনে পোড়া ক্ষতের মত
কিছু ক্ষত বেড়েই চলে পৃথিবী ও সূর্যের বুকে!