তোমায় নিয়ে লেখা হয়নি
একটিও কবিতা,
যে কবিতা তুমি ভুলবে না
শিশির ঘাসে পা ভিজিয়েও
গোধূলী রাঙা আকাশে চেয়েও
জ্যোত্স্নালোকে ভিজেও,
যে কবিতা তোমার রক্ত কণিকায়
মিশে থাকবে
ফল্গুধারায় বাহিত হবে
শিরা উপশিরা বেয়ে
হৃৎপিণ্ডের অলিন্দ পর্যন্ত,
যে কবিতার ছন্দ লয় দুলে উঠবে তোমার
চঞ্চল অক্ষিপল্লবে
বাহু ভঙ্গিমায়
হরিণী চলনে,
যে কবিতার শব্দ ঝঙ্কার লালিত্য তোমার
কণ্ঠ বেয়ে প্রস্ফুটিত হবে
আকাশ বাতাস সূর্যের বুকে
হিন্দোল জাগাবে,
যে কবিতার উপমা হবে তোমার
মায়াময় চোখ
রহস্যময় ঠোঁট
কোমল চিবুক
যে কবিতার অলংকার হবে তোমার
গলার হার
হাতের বালা
পায়ের নুপুর,
যে কবিতার অনুভূতি হবে
তোমাকে ছোঁয়ার
সাথে হাঁটার
পাশে বসার,
যে কবিতার স্বাদ হবে তোমার
ঠোঁটে ঠোঁট ছোঁয়ার
বুকে বুক মেলার
উচ্ছল ভরা যৌবনের,
সত্যি এমন কবিতা লেখা হয়নি
আসলে কি জানো?
আমি লিখতে পারিনি।