অন্ধকার ঘরে এবার
এক বিন্দু ভোরের আলো
ঘুলঘুলি বেয়ে
ঠিকরে পড়ে ঘরের আনাচে কানাচে,
প্রতিফলিত হতে হতে
আলোকিত ঘরে দেখা যাবে-
ঝুর ঝুর করে ঝরে পড়ছে
ঘরের অস্তিত্বে জমে থাকা
কণা কণা ধূলো,
আলো বাড়লেই দেখবেন
ধূলোর আস্তরনে ঢাকা মেঝে,
স্পষ্টতর হবে জরা-জীর্ণের ছাপ;
এবার-
মেঝে বরাবর জমে ওঠা ধূলোর স্তর
সরিয়ে ফেলতে হবে
আলো নেভার আগেই,
ঝেড়ে ফেলতে হবে
আলো নেভার আগেই।