তুমি হাঁটু ভেঙে মুুখ গুঁজে
বসে পড়েছ
হতাশার ভারে অবনত
তোমার মাথা,
চোখ খুলে দেখ -
তোমার দিকে চেয়ে আছে মাটি,
স্নেহের হাত বুলিয়ে দাও
উর্বর করে তোলো
পুঁতে দাও স্বপ্নের বীজ,
অঙ্কুরিত হবে
ডালপালা ছড়িয়ে
বড়ো হতে হতে
একদিন তোমার উচ্চতা ছাড়িয়ে
ছুঁয়ে নেবে আকাশ,
দক্ষিণা বাতাসে অনুরণিত হতে হতে
ছড়িয়ে যাবে
আকাশে আকাশে মেঘে মেঘে;
তুমি এবার চোখ খুলে দেখ
দেখ মাটি হাসছে,
এবার স্বপ্ন বুনে দাও
দেখ দক্ষিণা বাতাস বইছে,
এবার মাথা তুলে দাঁড়াও
দেখ পৃথিবী নেচে উঠেছে।