অক্টোপাসের মারণ প্যাঁচে
হাঁড় পাঁজর ভেঙে চুড়ে
গ্রাম গুলির রক্ত মাংশ গিলে নিচ্ছে
আধুনিক শহর,
গিলুক গিলুক আরো গিলুক -
গিলতে গিলতে হাঁড় পাঁজরের
মজ্জা রশ শুষে নিক,
শুষে শুষে সব নিঃশ্বেষ হয়ে গেলে
নিজের পেটে কিল মারুক তখন
ক্ষুধার্ত শহর!
এরপর নিশ্বাস ফুরিয়ে এলে
শহরের হাঁড় পাঁজরে লেখা হবে
গ্রামের ইতিহাস!