ম্যাগ্ ঝ্যারাহ্যায় ঝ্যাম্ ঝ্যামা ঝ্যাম্
ব্যেঙ লাফাবাহাও কোঙার  ক্যাঙ্
ম্যাছলি খ্যেল্যাহাও পোখ্যার গাঙ্
স্যাপ ধ্যারাহাও কোল্হা ব্যাঙ্


ম্যাগ্ ঝ্যারাহ্যায় ঝ্যাম্ ঝ্যামা ঝ্যাম্
জ্যাল জ্যাম্যাহাও গ্যাঢ়িয়া ড্যেরান
ব্যাতাস ব্যাহ্যাবাও শ্যান্ শ্যানা শ্যান্
ঝ্যাপটা আবাহাও ক্যান্ ক্যানা ক্যান্


ম্যাগ্ ঝ্যারাহাও ঝ্যাম্ ঝ্যামা ঝ্যাম্
প্যাইট আবাহাও হ্যান্ হ্যানা হ্যান্
গোঁঢ়ী যাবাহাও ত্যর্ ত্যরা গাঙ্
ব্যাকরি ছুটাহাও ধ্যাঙ্ ত্যাতাঙ ত্যাঙ


ম্যাগ্ ঝ্যারাহ্যায় ঝ্যাম্ ঝ্যামা ঝ্যাম্
ঢ্যাউ ভাঙাহাও গাঙ্ কে গাঙ্
ম্যাগ্ ডাকাহাও চ্যারাঙ চ্যারাঙ
ম্যান হোলাই আজ্ঝ রাঙ্ বে রাঙ্


########$$#########


(বৃষ্টি পড়ছে ঝম্ ঝমা ঝম্
ব্যাঙ্ লাফাচ্ছে কোঙার ক্যাঙ্
মাছ খেলছে পুকুর গাঙ্
সাপ ধরছে কোলা ব্যাঙ্


বৃষ্টি পড়ছে ঝম্ ঝমা ঝম্
জল জমছে গর্ত ড্রেন
বাতাস বইছে সন্ সনা সন্
ঝাপটা আসছে কন্ কনা কন্


বৃষ্টি পড়ছে ঝম্ ঝমা ঝম্
শ্রমিক আসছে হন্ হনা হন্
জেলে যাচ্ছে তারাতারি গাঙ্
ছাগল ছুটছে ধিন তাধিন তান


বৃষ্টি পড়ছে ঝম্ ঝমা ঝম্
ঢেউ ভাঙছে গাঙ্ থেকে গাঙ্
মেঘ ডাকছে চড়াৎ চড়াৎ
মন হয়েছে আজ রঙ্ বেরঙ্)
#################


#সহযোগী ভাষান্তর : ধীমান মণ্ডল