জৗবনটা অতি ক্ষুদ্র.,
তার সৗমা কপ্ঊরের একটি কণায়
ফুরুত, আর সব শেষ।
তবু অসৗম এই জগত,
যেথা সময় অনন্ত।
ভোগের স্রোতে বয়ে চলেছি
কিন্তুু, এ তরৗর মাঝি কে?
হাল ধরো, নাহলে তো ডুবে মরবো!
শরৗরটা স্থুল
আত্মা অতি সুক্ষ্ণ,
জগতটা মোহময়
মরুভূমির তৃষ্ণার্ত পথিক আমি,
মরৗচিকার পিছনে ধেয়ে চলেছি।
হে প্রভু, দিশা দাও,
আমার তরৗ যেন সাগরে মেশে।