দুরন্ত পৃথিবৗ যেখানে সময় ছুটন্ত,
নদৗ পাথরের গায়ে কাটছে আঁকিবুকি,
আপন ধারায় বয়ছে নদৗ
রক্ত ঝরছে পাথরের।
দেখ কেমনে নরম নদৗ
রুক্ষ পাষাণকে করছে ক্ষতবিক্ষত ।
রক্ত ঝরছে মাটিরও
শেষ রক্ত টুকু সে ঝরিয়েছে
হয়েছে বসুধা শস্যশ্যামলম্ ।
আজ সে একা
ফাঁকা মাঠে জ্বলছে ধূপের আগুন
সূর্য জ্বালিয়ে চলেছে
গরম বাতাস দিচ্ছে হুঙ্কার।
তবুও সে থামেনি কখনও
চাষা আবার আছড়ে পড়েছে মাটিতে
সে নিজেকে করেছে প্রস্তুত
নতুন সন্তান করতে ভুমিষ্ঠ ।
সে আবার রইল অপেক্ষায় নতুন একাকিত্বের ।