অড়হর ডাল, মুসুর ডাল
করছে চোখাচোখি,
মুগ ডাল, ছোলার ডাল
করছে হাসাহাসি।
উনুন মাঝে আগুন কেঁপে
করছে হানাহানি,
শ্রান্ত আমি, পাপ করিনি
তবুও হুকুম মানি!
দুই দিন যায় অড়হর ডালে,
সাত দিন থাকে মুগ।
মাঝে আসে টক ডাল ভাই,
নেই তো কোনো ছুট।
ছোলা বলে—
"আমি আসব,
রাজার ঘোড়ায় চেপে।
থাকবো নিজের রাজপ্রাসাদে,
ফিরব কেনো দেশে?"
দিবানিশি একই স্বাদ
প্রতি সপ্তাহে এক উৎপাত!
পুনরায় পাতে পুরোনো ডাল?!
একি যুক্তি? না কি অবিচার?
টল টল করে অশ্রু ঝড়ে—
মেঘ না থেকেও, বৃষ্টি পড়ে,
আঁখি আমার বিবাদ করে—
পেট তখন প্রলাপ বকে।
জঠর এখন প্রশ্ন করে—
"ডালে ডালে, বেলা বাড়ে
নতুন ব্যঞ্জন নেই কী ঘরে?"
আমি বলি ক্লান্ত হয়ে—
"চুপ হয়ে থাক, মুখটি বুজে!"
নতুন দিনে আবার হবে
ডাল পর্বের নতুন বিভেদ।