ইঁদুর দৌড়ে সামিল হয়েছি সব
গড্ডালিকা প্রবাহে ভেসেছে গা ।
বিবেক , লজ্জা সেকেলে চিন্তাধারা
আমরা রেখেছি আধুনিক যুগে পা ।
স্বল্পবসনে ছবি ভাইরাল হলে
টাকা আসে ঘরে , জানে সেটা বাবা মা ।
কত স্বামী তাই বউকে বানিয়ে টোপ
Meta দুনিয়ায় রেখেছে তাদের পা ।
চারিদিকে আজ নোংরা ছবির ভীড়
অশ্লীলতার ডিমান্ড বেড়েছে ভারি ।
আঁচল খসিয়ে জনসেবা করা নারী
ভিডিওতে যেন প্রমান করছে তারই ।
যে ছবি দেখতে ফেসবুক পেজে বাবা
ঘুমোতে ঘুমোতে রাতে করে ফেলে দেরী ।
সেই ছবি দেখে ছেলে বখে যায় তারও ,
ঘুণাক্ষরেও পায়না বাবা তা টেরই ।
ঝড় ঝঞ্ঝা মহামারী হলে দেশে
কত হয় ক্ষতি ? কতজন যায় মারা ?
সমাজের বুকে লেগেছে তীব্র পচন ,
এর থেকে বুঝি কেউই পাবেনা ছাড়া ।
- মহুয়া বিশ্বাস