স্বর্গ হতে বিতাড়িত
সুখ চাও আবার কিসে?
স্বর্গ তোমার ভাল্লাগে নাই
ফান্দে নিজের দোষে।