ছোট্ট ছোট্ট পায়ে চলে,আধো আধো কথা বলে,
সারা বাড়ি বিচরণ করে আপন মনে নানা ছলে।
এই ছোট্ট কন্যা আমার অনেক বড় হবে,
অন্যের ঘর আলোকিত করতে শ্বশুর বাড়ি যাবে।
তাকে ছাড়া আমার এ ঘর অন্ধকারে যাবে ছেয়ে,
ভেবেই আমার দু চোখ হয় ভারী অশ্রু পড়ে বেয়ে।
আমি তারে রাখি যতটা যত্নে, পরম ভালোবাসায়,
নয়নের মনিকে হারাবে না তো কেউ কোন অবহেলায়?
আমার রাজ্যের রাজকন্যা সে নয়কো সাধারণ,
হাত বাড়ালে পাবেনা কেহ হয় যদি যেমন তেমন।