দেহ তরী সোঁনার তৈরি মাঝি বড় চালাক,
উল্টা পাল্টা বৈটা চালায় মালিক বড়ই অবাক!
নদী ভরা জলে মাঝি ডুব দিলে বার-বার,
দেহ ভান্ডে মাংসের ফল করিলা ছারখাড়।
মাটির দেহ পঁচে গলে মিসবে মাটিতে,
দেহ ভান্ডের পাখি ডুকবে অন্য খাঁচাতে।
খাঁচার পাখি মরেনা,পঁচে না,উড়ে লুকিয়ে যায়,
নতুন খাঁচা,নতুন শহর,নতুন পরিচয় পাই।
আচার আচরণ মুখ মন্ডল নতুন হয় সব,
মাঝি বেটার পরিচয় পাওয়া বড়ই দুর্লভ।