আকাশ ছুঁই ছুঁই,বাতাসে আলাপন।
উড়তে পারি,উড়াতেও শক্তি কয়েক মণ।
পৃথিবী ধ্বংশ করতে পরমাণু আছে
যেতে পারি সর্বত্র,সাগরের নিচে।
কত গবেষণা,কত আবিষ্কার!
পেট কেটে জন্ম নেই,মানুষ চমৎকার।


রুপ,যৌবন, শান মানে কমতি আছে কিসে?
কোটি টাকা আদান প্রদান এক নিমিষে।
গরীব,মিসকিন,লেংড়া,কানা বদির কত শত
কার আছে আর এতো পাওয়ার,আমার-ই মত?
জুলুম,হত্যা,সুদ,ঘোষে একাকার,
বাঘের চেয়েও হিংস্র,মানুষ চমৎকার।