ভাই আমার জীবনের এক অসমাপ্ত অধ্যায়,
আমি তাঁর ছোট বোন,গর্ব করি তাই।
তাঁর তুলনা শুধুই তিনি,তাঁর মত নেই আরো,
হয়ত তাঁর অর্থ-কড়ি কম,প্রাচুর্যে নই বড়।
হাসির রাজা-রসিকরাজ তিনি,হাসায় সবাইরে,
যার চোখে সে যেমনই হোক,ভাই মানে তিনিই উপরে।বোনদের প্রতি কোমল তিনি,হৃদয় মায়ায় ভরা,
ছোট থেকেই আবদার,বায়না সব তার কাছেই করা।
বেঁচে থাকার উৎসাহ তিনি তাঁর মত কে আছে?
শত কষ্টের মাঝেও তিনি হাসি-খুশি বাঁচে।
তাঁর কাছে চিরঋণী আমি কৃতজ্ঞতাও বেশ,
মমতায় মাখা বন্ধন কভু হয়না যেন শেষ।
চিরদিন এমনই থাকেন যেন প্রিয় ভাই আমার,
দূর থেকে সদা দোয়া করি,দোয়া চাই সবার।