রাক্ষুসে খিদে মিটিবে না মোর?
কত জন আরো খাবো আমি,,,,
আমার দেহে অনেক জোর।

চিবিয়ে চিবিয়ে খাবো,
টেনে হিচড়ে-ছিড়ে খাব।
কে কি করতে পারে? দেখে নিব।

আমি কোন কালেই বসে থাকিনি,
প্রচুর সম্ভ্রম খেয়েছি,
কেউ মরেছে, কেউ মরেনি!

কেউ প্রকাশিছে, কেউ রেখেছে গোপন,
আমি থামিবার নই।
খিদে মিটিবে না যতক্ষণ।