প্রতি রাতে মরি আবার সকালে জন্মায়,
প্রতিদিন হারি তবুও জিততে করি লড়াই।


ব্যার্থ হতে হতে আবার সফলতার স্বাদ,
অন্ধকার শেষে হয় আলোকিত প্রভাত।


হাসি,কাদি ক্লান্ত হয় তবুও চলি নতুন পথে,
হাল ছেড়ে দেই, হাল ধরি বহুদুর যেতে।


দিনে সূর্যের আলো রাতে চাঁদ ঝলমলে,
করি না'কো ভয় কবু অন্য কিছু হলে।


খায়,খাওয়ায়,নেয়,দেয় বিনিময় কত শত,
হিংসা করি, মারামারি, গিবত চলে যত।


অকারনে ধ্বংস করে প্রয়োজনে গড়ি,
বার বার বাঁচতে চেয়ে ক্ষনে ক্ষণে মরি।


সুযোগ পেলে রাজা বাদশা নইলে পালাই,
প্রতি রাতে মরি আবার সকালে জন্মায়।