গেরামের দক্ষিণে নদী,
আহা কি ঠান্ডা বাতাস কিনারায় যাও যদি।
গেরামের পূবে পৈছমে মেলা সুন্দর,
উত্তরের পথ ধরি যায়তে হলে শহর।
গেরামে ধান চাষ আর সবজিতে ভরা,
মাছের চাষেও পিছিয়ে নই, বলা যায় সেরা।
গেরামে ফুলে ফলে অথৈ জলে কি দারুন রং,
আকাশে রংধনু হাসে আবার রোদ বৃষ্টির ডং।
গেরামে গান বাজনা জারি সারি বৈশাখী মেলা,
ওয়াজ নছিহত সুরা কেরাত হগল দিকেই ভালা।
গেরামে স্কুল কলেজ মাদ্রাসাতে শিক্ষার আলো ছড়ায়
প্রবাসী আর চাকরিজীবী কমতি কিছুই নাই।
গেরামে সাহেব-সর্দার,নেতা-কর্মি,গরীব-ধনী মিলে,
উন্নয়নে ঝাপিয়ে পরে বিসমিল্লাহ বলে।