বর্ষার  শুরুতে
ডাকলে তোমায় তুমি এসে
যেও
ভিজব একসাথে
হাতে হাতটি রেখে
হাটবো একসাথে
দুপুর হোক বা রাত
কিংবা হোক ভোর
বৃষ্টি হলেই
বলবো তোমাই
বলবো চল
বৃষ্টি ভিজি
ধরে রাখো শুধু তুমি আমার হাত🌼