সোনালী রোদে এক কাপ চা
পুরনো বইয়ের সাথে,পুরাতন গান
সঙ্গী যদি তুমি হও
সময় যেন উৎফুল্ল
আরো পায়  প্রেমের ঘ্রান।

মুগ্ধতা,সৌরভ,শীতলতা  তোমার
ছড়িয়ে যায় ভিতর আমার
শীতল কোকিল কণ্ঠে যখন
তুমি ডাক আমায়
অন্তরের হাহাকার থমকে গিয়ে
শীতলতার ছোঁয়া পায়
ভিতর আমার।