কপালের চুম্বনে প্রেম বাড়ে-
ঠোঁটের চুম্বনে নেশা,
চোখের চুম্বনে মায়া বাড়লেও-
বুকের চুম্বনে প্রেমিক হারায় দিশা।

যেদিন তুমি রেখেছিলে মাথা আমার বুকে
হারিয়েছে আমি নিজেকে তোমার মাঝে🙃
ফিরে পাওয়া ইচ্ছে কখনই হয়নি আর
তুমি আগলে নিবে তাই🙂💜