তোমার সাথে শেষ সংলাপে
বসে আমি কেঁদেছি,  
তোমার  মনে আছে তা?  
তোমার মনের মেঘলা আকাশ ও দেখেছি৷  
ঠান্ডা বাতাস, নিরব বারান্দায়
আমার চখের জল তোমার আঁচলে মুছেছি।
আঁচল টেনে, মুখ লুকিয়ে তুমি তবে পালিয়েছো
মনে আছে তো?  
তোমার আমার শেষ সংলাপ!