বছর পঁচিশ-ত্রিশ আগে
এসেছিলি তুই
শত খুশি আর শত বেদনার
ঝুলি নিয়ে সাথে!
খুশি গুলা সবাইকে দিয়েছিস
বেদনা রেখেছিস নিজের করে!


মিষ্টি মেয়ের চাঁদ মুখ দেখে
খুশিতে ভেসেছিলো মা
ভুলে ছিলো সকল কষ্ট,সীমাহীন যন্তণা!
বাবাও যে খুশি ছিলো কত,
খুশি ছিলো পরিবার!


এক এক করে বছর গেলো
শূন্য থেকে পঁচিশ পেরোলো!
ছোট্ট তুই বড় হলি কত
নিয়ে নানান স্মৃতি!
সুখ দুঃখ হাসি কান্না,মায়া মমতা,আবেগ ভালোবাসা!
আরো কত কি এলো গেলো,
সব নিয়ে জীবন দিচ্ছিস পাড়ি!


জীবন থেকে হারালো তোর
আরো একটি বছর!
বছর যেমন হারিয়ে গেলো
দুঃখ কষ্ট বেদনা তোর
হারিয়ে যেন যায়!


নতুন বছর হচ্ছে আজ শুরু
নতুন বছরের নতুন দিনে
করছি আমি দোয়া!
বেদনার ঝুলি যেন তোর বন্ধ থাকে
খুশিরটা থাকে খোলা!
সবাইকে তুই খুশি বিলা
নিজেও থাক খুশি!!


বি.দ্র. এটা একটা ব্যক্তিগত লেখা,বোনের জন্মদিনে লেখা!সংগ্রহের জন্য এখানে দেওয়া!ধন্যবাদ ❤️