কত দিন হইয়া গেলো
কেউ আর আমারে কয় না
একটা কবিতা লেইখা দিবা?
কেউ আর কয় না
কবিতা তো ভালোই লেখো
কেমনে পারো কওতো?
কেউ আর কয় না
ভালো ভালো বিষয় নিয়া কবিতা লেখবা
যেন একটা কবিতার বই হয়।


মানুষটা কি জানে?
সে হারাইবার পর থেইকা
এখন আর কবিতাই হয় না।


কত দিন হইয়া গেলো
কেউ আর কথায় কথায় কয় না
তুমি পাকনা পোলা তোমারে ব্লক দিমু।
কেউ আর কয় না
আমারে ভালোবাসো কেন? বাইসো না।


মানুষটা কি জানে?
আমি তারে এখনও ঠিক সেই আগের মতই ভালোবাসি।


এখন তার একটা কথা খুব কইরা মনে পরে
"যখন আমি থাকবো না তখন কি করবা"?


মানুষটা ঠিকই হারাইয়া গেলো
রাইখা গেলো শুধুই মায়া
মায়ার জালে আমি বন্দী।


মানুষটা কখনও জানবো না
সে হারাইবার পরেও আমি তারে ভালোবাইসা গেছি,,,,,,।