এই যান্ত্রিক শহর ছেড়ে
ইট পাথরের পাহাড় ফেলে
কিছু সময় শান্তি পেতে
যদি তুমি চাও
তোমায় আমি নিয়ে যাবো
একটু দূরে পিরুজালী গাঁয়ে
যেখানে আছে নুহাশ পল্লী  
হুমায়ূন আহমেদ এর প্রাণ।


গাছ পালার শীতল হাওয়ায়
দীঘির জলের একটু ছুয়ায়
তোমার শত কষ্ট যত মনের মাঝে লুকায়িত
দূর হবে তা মুহূর্তে।
সেখানে অনেক গল্প যেমন
জীবন পেয়েছে নতুন করে
তুমিও তোমার কল্পনা কে
সাজিয়ে নিবে মন খুলে।।
7Nov.12:19pm.