যেখানে অনেক গল্পের জন্ম
সেটাই আজ হয়ে উঠছে
গল্প আর স্মৃতি,
একটু একটু হারাচ্ছে প্রাণ
নুহাশ পল্লী তার নাম।

মালিক গেলো বহুদিন হলো
গল্প নিলো,রেখে গেলো সব
এখন দেখি সব হারিয়ে
গল্পে নিচ্ছে রুপ।


জলপরীটা জল দেখে আজ
পালাতে চায় খুব
লীলাবতীর দীপ যে ছিলো
হারিয়েছে তার রূপ।


বাতিল হওয়া ঘাটের পাশে
বট গাছটা ঝিমায়
তাহার বোধহয় একটাই কাজ
প্রেমের সাক্ষী হওয়া
নুহাশ পল্লী হয়েছে তো আজ
প্রেমের আড্ডা খানা।


বৃক্ষপ্রেমীর বৃক্ষরা আজ
হারিয়ে যেতে ব্যস্ত
হয়তো তারা অবহেলায়
মালিকের কাছেই ছুটছে,
হালকা কিছু কবুতর শুধু
এদিক সেদিক উড়ছে
দাবার বোর্ডে মন্ত্রী শুয়া
বাকিরা তা দেখছে।


একটু দূরেই মালিক শুয়ে
নুহাশ পল্লীর হারিয়ে যাওয়া
সেও কি তাহা দেখছে??
3:25.12 oct.