অনেক দিনের পরিকল্পনায়
সঙ্গে ছিলে তুমি!
একটু খানি দেখা করবো
তাতেও ছিলে রাজি!
টিকেট কেটে বসছি যখন ট্রেনে,
তবু ছিলে চুপ!
রাত্রি গেলো ট্রেনে ট্রেনে
তুমিই ছিলে মনে!
রাতের পরে মিষ্টি সকালে
তোমার শহরে আমি!
হঠাৎ করেই পল্টি নিলে
ব্যস্ত হলে খুব!
তোমার শহরে ঘুরলাম আমি
দেখলাম কত কি!
ঐতিহ্যময় জায়গায় গেলাম
তোমার এলাকায় ও!
দেখলাম শহর,দেখলাম বাড়ি,দেখলাম আমি সবই!
দেখার ছিলো মিষ্টি তোমায়
তুমিই দিলে ফাঁকি!
৫-৭-২২।