মেঘলা দিনে আকাশ ঝরায় বৃষ্টি রাশি রাশি
আমার খুবই মনে পড়ে তোমায় ভালোবাসি
মন খারাপে আকাশ কাঁদে আমার উপায় কি?
আমি তখন লিখতে বসি তোমায় ভালোবাসি  
লিখতে থাকি এটা সেটা লিখতে থাকি সবই
ঘুরে ফিরে লিখি আমি তোমায় ভালোবাসি
7:23pm.6may2024