কথা যখন কানে লাগে
খবর মনে হয় ।
কথা যখন প্রাণে  লাগে
অন্তর মাজে রয় ।

কথা যবে মুখ বলে
ভাবনায়  দেয় সারা ।
কথা  যবে চোখ বলে
হৃদয়ে দেয় নাড়া ।

অঙ্গভঙ্গির কথা হলো
ভাবনার দর্পণ
হৃদয়ের কথা গুলো
হৃদয়কে অর্পণ ।

কথার মত কথাটারে
করতে হয় প্রকাশ ।
কথায় কথায় কথা বারে
কথায় সর্বনাশ ।

সকল কথার আসল কথা
শুনে রাখো সব ।
সকল কথার মর্মকথা  
বুজতে পারেন রব ।