মন সাগরে ঝড় উঠিলে
নয়ন নদী ভাসে।  
ক্ষেতের মাজে জল জমিলে
ফসল হয়  ফ্যাকাশে।  

মনে যখন সূর্য উঠে
বসন্ত দেয় উকি ।
প্রজাপতির পিছু ছুটে
ফুলের বাগে খুকি ।

মনে নামলে প্রথম বৃষ্টি
ব্যঙ্গের দেশে  জয়,
ভিজা পাতায় কিরন দৃষ্টি
ফাগুন বাতাস বয় ।

রবের নামে  মনের ঘরে
খুলে সকল দ্বার ।
সৃষ্টি টানে আপনকরে
অবোধ চমত্কার ।